চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে, ২০২০ Daily Current Affairs 10 May 2020

১) ২০২০ সাল রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হলো?

Ans- ১৫৯ তম। 

২) World Migratory Bird Day বা বিশ্ব পরিযায়ী পাখি দিবস  কবে পালিত হয়?

Ans- ৯ মে। প্রতিবছর দুদিন এই দিনটি পালন করা হয়। মে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এই দিনটি পালন করা হয়। এ বছরের দ্বিতীয় দিন ১০ অক্টোবর ২০২০।

৩) সম্প্রতি কোন রাজ্য দশম শ্রেণির পরীক্ষার্থীদের কোনো পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত নিল?

Ans- পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই সিদ্ধান্ত নিয়েছেন। 

৪) পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে সম্প্রতি কোন রাজ্যে “Pravasi Rahat Mitra”- নামক অ্যাপ্লিকেশন লঞ্চ করা হলো?

Ans- উত্তর প্রদেশ।

৫) PPE- এর পুরো নাম কি?

Ans- পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment). 

৬) সম্প্রতি কোন রাজ্যে “সঞ্জীবনী”- নামক গাড়ি চালু করা হলো, যার মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা করোনা রোগের সন্দেহভাজন কোন ব্যক্তিকে সংস্পর্শ ছাড়া পর্যবেক্ষণ করতে পারবেন?

Ans- মধ্যপ্রদেশ।

৭) সাম্প্রতিক কোন সংস্থা Reliance Jio কোম্পানির ২.৩২ শতাংশ শেয়ার কিনে নিল?

Ans- Vista Equity Partners. সম্প্রতি ফেসবুক জিও কোম্পানির ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে।

৮) সম্প্রতি কোন গাড়ি প্রস্তুতকারক সংস্থা “Own-Online”- নামক প্ল্যাটফর্ম লঞ্চ করলো?

Ans- মাহিন্দ্রা।

৯) সম্প্রতি আফগানিস্থান-  কে বিশ্ব ব্যাংক কত টাকা লোনের অনুমোদন দিল?

Ans- ৪০০ মিলিয়ন ডলার।

Leave a Comment

Home Breaking E - Paper Video Join