চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মার্চ, ২০২০ Daily Current Affairs

১) ৩৯ তম GST কাউন্সিল বৈঠক হল দিল্লিতে, ১৪ মার্চ, ২০২০। এই বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
২) GST কাউন্সিলের বৈঠকে মোবাইল ফোনের উপর জিএসটি ১২% থেকে ১৮% করা হলো।
৩) মনিপুরের মুখ্যমন্ত্রী এন. বিরেণ সিং খেলোয়াড় এবং শিল্পীদের জন্য দুটি প্রকল্প ঘোষণা করলেন, যথা- “Chief Ministers Akhannaba Sanaroising gi Tengbang” (CMAST) এবং “Chief Minister Artist Sing gi Tengbang” (CMAT).
৪) ভারত সরকার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার কে প্রয়োজনীয় বস্তু হিসেবে ঘোষণা করল।
৫) “Phool Dei” উৎসব শুরু হলো উত্তরাখন্ড রাজ্যে। প্রধানত পাহাড়ি এলাকায় বসন্ত ঋতুকে স্বাগত জানাতে এই উৎসব আয়োজন করা হয়।

Leave a Comment

Home Breaking E - Paper Video Join