চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (27 April, 2020)

১) “বিশ্ব ম্যালেরিয়া দিবস” কবে পালন করা হয়? 
Ans- ২৫ এপ্রিল; এবছরের থিম- “Zero Malaria Starts with Me”.
২) কোন রাজ্য প্রথম Virtual Courts চালু করলো?
Ans- উত্তরপ্রদেশ। করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের হেয়ারিং হবে।
৩) সম্প্রতি “প্রচেষ্টা প্রকল্প” কোন রাজ্যে চালু হলো?
Ans- পশ্চিমবঙ্গ।
৪) সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্রয়াত হলেন?
Ans- Graeme Watson. 
৫) “International Girls in ICT Day”- কবে পালিত হয়?
Ans- ২৩ এপ্রিল; এবছরের থিম ছিল- “Expand Horizons, Change Attitudes”.
৬) “World Day of Laboratory Animals”- কবে পালিত হয়?
Ans- ২৪ এপ্রিল।
৭) অনলাইনে অফিসিয়াল কাজ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর কোন দপ্তর “e-karyalaya”- নামক App লঞ্চ করলো? 
Ans- CISF (The Central Industrial Security Force).
৮) করোনা মোকাবিলায় কোন রাজ্য ‘Drishti’- নামক অনলাইন পোর্টাল লঞ্চ করলো?
Ans- উত্তরাখণ্ড।
৯) কে Central Vigilance Commissioner হিসেবে নিযুক্ত হলেন? 
Ans- সঞ্জয় কোঠারি।
১০) কবে “World Intellectual Property Day”- পালিত হয়? 
Ans- ২৬ এপ্রিল; এবছরের থিম ছিল- “Innovate for a Green Future”. 
১১) সম্প্রতি স্নেহের পরশ প্রকল্প কোন রাজ্যে চালু হলো?
Ans- পশ্চিমবঙ্গ।

Leave a Comment

Home Breaking E - Paper Video Join