এইমাত্র প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট। বহু প্রতিক্ষার পর এই জুলাই মাসের মধ্যেই ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট বেরোনোর ঘোষণা করেছিল পাবলিক সার্ভিস কমিশন। শেষ পর্যন্ত আজ 24 জুলাই অফিশিয়াল ভাবে ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কমিশন।
কিন্তু এই মুহূর্তে অফিশিয়াল ওয়েবসাইটে সার্ভার ডাউন- এর কারণে রেজাল্ট চেক করা যাচ্ছে না। কিন্তু আমাদের ওয়েবসাইটে সরাসরি ডাউনলোড লিংকের মাধ্যমে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন। আর যারা উত্তীর্ণ হতে পারেননি, তারা নিরাশ হবেন না, আগামী দিনে কোন না কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
আগামী 27 সেপ্টেম্বর, 2020 ক্লার্কশিপ পার্ট– 2 পরীক্ষা নেওয়া হবে। ক্লার্কশিপ পার্ট– 1 পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীরাউত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
WBPSC Clerkship Official Cut Off:
| Category |
Out of 100 |
| UR |
65 |
| OBC- A |
43 |
| OBC- B |
56 |
| SC |
48.67 |
| ST |
29.67 |
| PH |
|
| MSP |
|