চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বাঁকুড়া জেলায় গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ

বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। 100 দিনের কাজ দেখাশোনা করার জন্য অর্থাৎ MGNREGS প্রকল্পের অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। 
পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (GRS).
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ, অথবা গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে ভোকেশনাল উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করা যাবে। উচ্চমাধ্যমিকে 55 শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 6 মাসের কম্পিউটার কোর্স পাশ করতে হবে।
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে, বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখে হিসেবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। আবেদনপত্র A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করার পর সঠিকভাবে পূরণ করে মেজিয়া ব্লক অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে।
আবেদন ফি- শূন্য।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the Block Development Officer,  Mejia Development Block, P.O. + P.S.- Mejia, Dist.- Bankura, Pin- 722143
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 1 জুলাই 2020 সকাল 11 টা থেকে বিকেল 4 টার মধ্যে।

আবেদনপত্র ডাউনলোড করুন- 

Leave a Comment

Home Breaking E - Paper Video Join