চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের দুই জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যের দুই জেলার স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদগুলিতে আবেদন করা যাবে।
 
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদনপত্র পাবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্র পাঠাতে পারবেন স্পিড পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

অফিশিয়াল ওয়েবসাইট- www.wbhealth.gov.in
মোট শূন্যপদ- ১০৬ টি।
 
বেতন- বিভিন্ন পদ অনুযায়ী 17,220/- থেকে 45,000/-
প্রথম বিজ্ঞপ্তি- হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে।
 
পদের নাম, যোগ্যতা- ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার (কমার্সে গ্রাজুয়েট + কম্পিউটার কোর্স), সহায়িকা (উচ্চ মাধ্যমিক পাস এবং স্থানীয় ভাষা জানতে হবে), স্টাফ নার্স (GNM), ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ( পাবলিক হেলথ/ সোশ্যাল সাইন্স- এ মাস্টার ডিগ্রী), যোগা ইনস্ট্রাক্টর (যোগা/ যোগা এডুকেশন/ যোগা থেরাপিতে গ্রাজুয়েশন পাশ), কালাজ্বর টেকনিকেল সুপারভাইজার (সাইন্স গ্রাজুয়েট with Biology as a Paper).
 
বয়সসীমা- ৪০ বছর। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসাবে।
আবেদন ফি- আবেদন ফি লাগবে 100 টাকা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 50 টাকা দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে “District Health & Family Welfare Samiti A/C Non NHM, Hoogly এর অনুকূলে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the CMOH, Burra Bazar, DRS Building Campus, Chinsurah, Hoogly, Pin- 712101
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- 30 ডিসেম্বর 2019
 
দ্বিতীয় বিজ্ঞপ্তি- পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে।

পদের নাম, যোগ্যতা- স্টাফ নার্স (B.Sc Nursing/ GNM), ডিস্ট্রিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস), ল্যাব টেকনিশিয়ান (উচ্চ মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা বায়োলজি, DMLT), ফিজিওথেরাপিস্ট (ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন পাশ)।
বয়স সীমা- সর্বোচ্চ 60/ 40 বছর। বয়স হিসাব করবেন ১লা জানুয়ারি ২০১৯ তারিখের হিসাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-  Office of the CMOH & Secretary, District Health & Family Welfare Samiti, Purba Medinipur, Pin-721636 
 
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- 26 ডিসেম্বর 2019
Download Hoogly district Official Notification-
 
 
Download Purba Medinipur district Official Notification-

Leave a Comment

Home Breaking E - Paper Video Join