চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের দুটি জেলায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

বাঁকুড়া জেলায় গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 100 দিনের কাজ দেখাশোনা করার জন্য অর্থাৎ MGNREGS প্রকল্পের অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে এই কর্মী নিয়োগ করা হচ্ছে।

পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (GRS).
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ, অথবা গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে ভোকেশনাল উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করা যাবে। উচ্চমাধ্যমিকে 55 শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 6 মাসের কম্পিউটার কোর্স পাশ করতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 1 জুলাই 2020 সকাল 11 টা থেকে বিকেল 4 টার মধ্যে।
কালিম্পং জেলার জেলা পরিষদের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ- এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO).
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- প্রতি মাসে বেতন 11000 টাকা।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 26 জুন, 2020 বিকেল 5 টার মধ্যে।
বাঁকুড়া জেলায় মিড-ডে-মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে নিয়োগ। কেবলমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 63 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখে হিসেবে।
বেতন- প্রতিমাসে 11000 টাকা।
আবেদন করতে হবে অফলাইন এর মাধ্যমে।
বাঁকুড়া জেলায় সারেঙ্গা ব্লক এলাকায় চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ। আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
পদের নাম- Supervisor under Cooked Mid-Day-Meal Programme.
বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 63 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখে হিসেবে।
বেতন- প্রতিমাসে 10000 টাকা।
আবেদন করতে হবে অফলাইন এর মাধ্যমে।

Leave a Comment

Home Breaking E - Paper Video Join