চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের 4 টি জেলায় মাধ্যমিক ও এইট পাশে কর্মী নিয়োগ

প্রথম বিজ্ঞপ্তি- মালদা জেলা।
মালদা জেলায় 43 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মালদা জেলার বিভিন্ন ব্লক এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা/ বিবাহ বিচ্ছিন্না/ বিধবা মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
 
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে অগ্রাধিকার পাবেন।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখে হয়েছে 30 থেকে 40 বছর। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের নিম্নসীমা 22 বছর।
 
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অফিসের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্ট সেল্ফ অ্যাটেস্টেড করে নিজেদের ব্লক অফিসে জমা দিয়ে আসতে হবে।
 
আবেদনের শেষ তারিখ- 11 মার্চ।
 
আবেদন পত্র ডাউনলোড- ক্লিক করুন
দ্বিতীয় বিজ্ঞপ্তি- হাওড়া জেলা।
হাওড়া জেলায় 100 দিনের কাজ দেখাশোনার জন্য বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এখানে আবেদন করা যাবে।
পদের নাম- প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (৮ টি), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (১টি), কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট (১টি)।
 
শিক্ষাগত যোগ্যতা- 
প্রোগ্রাম এসিস্ট্যান্ট- অন্তত 60% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে ফিজিক্স এবং গণিত বিষয় থাকতে হবে। সঙ্গে 6 মাসের কম্পিউটার কোর্স।
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট- উচ্চ মাধ্যমিক পাস। সঙ্গে ছয় মাসের কম্পিউটার কোর্স। প্রতি 1 ঘন্টায় ডাটা এন্ট্রি স্পিড 6000 কি ডিপ্রেশন থাকতে হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা।
 
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখের হিসাব 18 থেকে 40 বছরের মধ্যে। 
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি মেইল আইডি থাকতে হবে।
 
আবেদনের শেষ তারিখ- 28 ফেব্রুয়ারি।
 
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড- ক্লিক করুন 
তৃতীয় বিজ্ঞপ্তি- নদিয়া জেলা।
নদীয়া জেলার কল্যাণী মিউনিসিপ্যালিটিতে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন।
 
পদের নাম- মজদুর (40 টি- UR: 22, OBC-B: 2, OBC-A: 4, ST- 3, SC- 9).
 
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
 
বয়স- 18 থেকে 40। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
 
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
 
আবেদন ফি- শূন্য।
 
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- TO THE CHAIRMAN, KALYANI MUNICIPALITY, CITY CENTRE COMPLEX, P.O.- KALYANI, DIST.- NADIA, PIN- 741235.
 

আবেদনপত্র ডাউনলোড করুন- Click here

চতুর্থ বিজ্ঞপ্তি- দক্ষিণ দিনাজপুর জেলা।

দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক এলাকায় 14 শূন্যপদে আশা কর্মী নিয়োগ। 
 
আবেদনের শেষ তারিখ- 26 ফেব্রুয়ারি।
 
আবেদনপত্র ডাউনলোড করুন- Click here

পঞ্চম বিজ্ঞপ্তি- পূর্ব মেদিনীপুর 
রাজ্যের সমবায় ব্যাংকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক- এ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদগুলিতে।

শিক্ষাগত যোগ্যতা- গ্রেড- III পদে আবেদন করতে হলে অন্তত মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার জানতে হবে। গ্রেড- IV পদে আবেদন করতে যোগ্যতা লাগবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। উচ্চশিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন এই পদগুলিতে।

বয়সসীমা-18 থেকে 40 বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ- 29 ফেব্রুয়ারি 2020

Leave a Comment

Home Breaking E - Paper Video Join