চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

১০ হাজার চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, 10000 job in West Bengal


বৃহস্পতিবার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘােষণা করলেন, রাজ্যে আসছে মাইক্রোসফট, উইপ্রাে। বাংলার তাঁতিদের জনকল্যাণে কাজ করতে আসছে মাইক্রোসফট।




এদিন মমতা বলেন, ‘আপনাদের একটা সুখবর দিই, রাজ্যে আসছে উইপ্রাে’। ৫০ একর জমিতে গড়ে উঠবে উইপ্রাে- র দপ্তর। ১০ হাজার যুবক-যুবতীরা কাজ পাবে। ১০০ একর জমিতে ইতিমধ্যেই গড়ে তােলা হয়েছে সিলিকন ভ্যালি।




উইপ্রাের সঙ্গে রাজ্যে আসছে মাইক্রোসফট কোম্পানি। তিনি আরও বলেন, ‘মাইক্রোসফটও আসছে, রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে তারা’। নদিয়ায় থেকে কাজ শুরু করবে মাইক্রোসফট। এবারে দেখার এই ঘোষণা কতটা কার্যকর হয়।

#সংগৃহীত 

Leave a Comment

Home Breaking E - Paper Video Join