চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা কবে? ঘোষিত হলো CBSE দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল সময়সূচি

CBSE (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) -এর তরফে ঘোষণা করা হলো দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষার সময়সূচি। বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হচ্ছে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা। এই সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য পরীক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সিবিএসসির তরফে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা। তবে প্রতিটি পরীক্ষার দিনক্ষণ নিশ্চিতভাবে এখনও জানায়নি বোর্ড। এবার প্র্যাকটিকাল পরীক্ষার ঘোষণা সারা হলো সিবিএসসির তরফে। ২০২৩ এর জানুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। যেহেতু পরীক্ষা শুরু হতে আর বেশি দিন বাকি নেই সেহেতু বিদ্যালয়গুলির তরফে তৎপরতার সঙ্গে নেওয়া হচ্ছে প্রস্তুতি। পরীক্ষার পরিচালনায় গৃহীত হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসাথে পরীক্ষার প্রস্তুতিতে মন দিয়েছেন পরীক্ষার্থীরাও। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনোও পরীক্ষার্থীকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়া হবে না। অতএব সংশ্লিষ্ট পরীক্ষাগুলি নিয়ে যেন সতর্ক থাকেন পরীক্ষার্থীরা।

FB Join

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

প্র্যাকটিকাল পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার সিলেবাস সঠিক সময়ে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে স্কুলগুলিকে। বোর্ড জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনোও প্রয়োজনে স্কুলগুলি আঞ্চলিক অফিসে সরাসরি যোগাযোগ করতে পারে। এবং পরীক্ষার্থীরা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Home Breaking E - Paper Video Join