চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC Scam | যোগ্য পথে চাকরি পেয়েও অযোগ্য তালিকায় নাম! হাইকোর্টে দ্বারস্থ ৭ শিক্ষক!

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দ্বারস্থ হলেন নবম দশমের সাত জন শিক্ষক। তাঁদের অভিযোগ, উপযুক্ত পথে নম্বর বেড়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। তবুও তাঁদের নাম রয়ে গেছে অযোগ্যদের তালিকায়। যার ফলে সামাজিক সম্মানহানির মুখে পড়ছেন এই শিক্ষকেরা। এহেন দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা।

কিছু দিন আগে অস্বচ্ছ পথে চাকরি পাওয়ার অভিযোগে ৯৫২ জন প্রার্থীর ওএমআর শিট ও নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এখানেই অভিযোগ, সংশ্লিষ্ট তালিকার অন্যান্য প্রার্থীদের সাথে নাম রয়ে গিয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের। এদিকে এই শিক্ষকদের দাবি, ২০১৮ সালের প্রশ্ন ভুল বিতর্কে হাইকোর্টের নির্দেশে অতিরিক্ত এক নম্বর পেয়ে চাকরি পান তাঁরা। অর্থাৎ যোগ্য হয়েও অযোগ্যদের তালিকায় নাম উঠেছে তাঁদের! এই ঘটনার অভিযোগে কমিশনের গাফিলতিকে দায়ী করে মামলা ঠুকেছেন সংশ্লিষ্ট সাত শিক্ষক। সম্ভবত, ১১ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ চাকরি বাতিল আরও ৩ প্রাথমিক শিক্ষকের!

FB Join

এই শিক্ষকদের দাবি, কমিশনের কাছে তাঁদের যোগ্যতা নিয়ে সমস্ত তথ্য থাকলেও তা আপডেট করা হয়নি। আর আপডেট হয়নি বলেই অযোগ্যদের তালিকায় নাম উঠেছে তাঁদের। যার ফলস্বরূপ সামাজিক সম্মানহানির সম্মুখীন হচ্ছেন তাঁরা। এই ঘটনার অভিযোগ জানিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছেও যান তাঁরা। ইতিমধ্যে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এরকম আরও প্রায় পনেরো জন শিক্ষকের নাম রয়েছে এসএসসির তালিকায়।

Home Breaking E - Paper Video Join