চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Primary TET Notice: নতুন বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

WB Primary TET Notice: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন 31 জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা। সেই কথামতো এদিন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে 31 জানুয়ারি, 2021 তারিখ। পরীক্ষার সময় সীমা 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর 1 টা থেকে, তা চলবে বিকেল সাড়ে 3 টা পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞপ্তি নম্বর 1167/ BPE/ 2017 -এর অধীনে যেসব প্রার্থীরা 2017 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। West Bengal Primary TET Exam Date Notice.

WB Primary TET Notice

এই লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এবং খুব শীঘ্রই www.wbbpe.org ওয়েবসাইটে এডমিট কার্ড প্রকাশিত হবে। WB Primary TET Notice.

Leave a Comment

Home Breaking E - Paper Video Join