চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

উচ্চশিক্ষায় বাড়ছে পড়ুয়া সংখ্যা! সাম্প্রতিক রিপোর্টে সুখবর দেশের জন্য! পড়ুন বিস্তারিত প্রতিবেদন

ভারতবর্ষে উচ্চ শিক্ষায় পড়ুয়া সংখ্যা বাড়ছে। সাম্প্রতিককালের একটি রিপোর্টে সেরকমই এক পরিসংখ্যান সামনে এসেছে। যা নিঃসন্দেহে ভালো খবর দেশের জন্য। সূত্রের খবর, ভারতবর্ষের উচ্চশিক্ষা বিষয়ক একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগের চাইতে দেশে উচ্চশিক্ষায় পড়ুয়া সংখ্যা বেড়েছে প্রায় ৭.৫ শতাংশ।

সম্প্রতি ভারতবর্ষের উচ্চশিক্ষা নিয়ে একটি সার্ভের আয়োজন করা হয়েছিল। ‘অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের’ (AISHE) তরফে এ বিষয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, দেশে ২০১৯-২০ সালের তুলনায় ২০২০-২১ সালে উচ্চশিক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে, যেখানে ২০১৯-২০ সালে উচ্চশিক্ষায় ভর্তির হার ছিল ৩.৮৫ কোটি সেখানে ২০২০-২১ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.১৪ কোটি। প্রসঙ্গত, আগের তুলনায় উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে বলেই দেখা যাচ্ছে। একইসাথে বৃদ্ধি পাচ্ছে সংরক্ষিত শ্রেণী, তফশিলি জাতিভুক্ত পড়ুয়াদের সংখ্যাও।

চাকরির খবরঃ রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ

FB Join

প্রথমবার এই ‘AISHE’ সমীক্ষা চালানো হয়েছিল ২০১১ সালে। সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো, অর্থনৈতিক হাল, পড়ুয়া ভর্তির সংখ্যা, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সহ বিষয়গুলি নিয়ে চালানো হয় এই সমীক্ষা। প্রসঙ্গত, বিগত বছরগুলিতে কোভিড পরিস্থিতি থাকায় পড়ুয়াদের পঠনপাঠনে বিঘ্ন ঘটেছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে দেশে উচ্চশিক্ষার উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Home Breaking E - Paper Video Join