চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

JEE Main 2023: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদনপত্রে ফের সংশোধনের সুযোগ! কিভাবে করবেন? জানুন বিস্তারিত

জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) ২০২৩ পরীক্ষার প্রার্থীদের জন্য ফের আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) একটি ট্যুইটে জানিয়েছে, জেইই মেন সেশন ১ পরীক্ষার ফলাফলের পর পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রে কোনোও ভুল থাকলে তা পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে জয়েন্ট পরীক্ষার ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ গিয়ে সংশোধন করা যাবে।

আবেদনপত্র সংশোধন করবেন কিভাবে?

১) জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২৩ পরীক্ষার আবেদনপত্রে সংশোধনের জন্য পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ওয়েবসাইটের কারেকশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।
৪) এরপর আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে।
৫) এবার সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে নিয়ে আবেদনপত্রটি সাবমিট করতে হবে পরীক্ষার্থীদের।
৬) পেজটি প্রয়োজনে সেভ করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ

FB Join

জেইই মেন সেশন ১ পরীক্ষা শুরু হয়েছিল ২৪শে জানুয়ারি থেকে। কিছুদিনের মধ্যেই এর ফলাফল প্রকাশ করা হবে। জেইই মেন সেশন ২ পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে। প্রসঙ্গত, কিছুদিন আগে অর্থাৎ গত ১৪, ১৫ ই জানুয়ারি আবেদনপত্র সংশোধনের জন্য ‘কারেকশন উইন্ডো’ ওপেন করা হয়েছিল। তবে বেশ কিছু তথ্যের পরিবর্তন করার সুযোগ পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। তাই সম্প্রতি জানানো হয়েছে, একবার ফের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।

Home Breaking E - Paper Video Join