চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Group D কর্মীদের বহিষ্কারের সংকটে মাধ্যমিক পরীক্ষা! সমস্যার প্রতিকার কিভাবে? বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ!

বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগে সম্প্রতি চাকরি বাতিল হয়েছে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। হাইকোর্টের নির্দেশে সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে রাজ্যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা। আর এই পরিস্থিতিতে বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত থাকা গ্রুপ ডি প্রার্থীদের চাকরি বাতিল হতে এখন কার্যত সংকটের মুখে মাধ্যমিক।

রাজ্যে আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ জানিয়েছে, ২৮৬৪ টি পরীক্ষা কেন্দ্রে আয়োজন হবে পরীক্ষার। সূত্রের খবর, যার মধ্যে ৩৫৫ টি পরীক্ষা কেন্দ্রে চাকরি বাতিল হয়েছে একজন করে গ্রুপ ডি কর্মীর। এছাড়া বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে ২ জন ও আরও কিছু পরীক্ষা কেন্দ্রে ৩ জন করে গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র বাতিল হয়েছে। জানা যাচ্ছে, যেহেতু পরীক্ষার সময় গ্রুপ ডি কর্মীদের বিশেষ ভূমিকা থাকে সেহেতু এই প্রার্থীদের অনুপস্থিতিতে প্রায় ৪০০ র বেশি পরীক্ষা কেন্দ্রে সমস্যার সৃষ্টি হতে পারে। আর এই পরিস্থিতির প্রতিকারে সম্প্রতি বৈঠকের আয়োজন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

চাকরির খবরঃ বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩

 

FB Join

এর আগে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করা হবে। সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা নেবে পর্ষদ। ইতিমধ্যে সূত্রের খবর, বেশ কিছু বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মীর অপ্রতুলতা হ্রাসে অন্য বিদ্যালয় থেকে কর্মী আনার চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করা হবে।

Home Breaking E - Paper Video Join