চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC CGL: সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিনেশন (সিজিএল) দ্বিতীয় স্তরের পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিজিএল দ্বিতীয় স্তরের প্রথম পেপারের বিস্তারিত তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষা। মার্চের ২ থেকে ৭ তারিখের মধ্যে আয়োজিত হবে এই পরীক্ষা। সিজিএল প্রথম স্তরের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সিজিএল দ্বিতীয় স্তরের প্রথম পেপারের পরীক্ষাটি দুটি পর্বে নেওয়া হবে। যেখানে প্রথম পর্বের পরীক্ষায় থাকবে তিনটি পর্যায়। যার প্রথম ভাগে থাকবে অঙ্ক, রিজনিং ও সাধারণ বুদ্ধিমত্তা। প্রথম ভাগের জন্য সময় দেওয়া হচ্ছে এক ঘন্টা। এরপর দ্বিতীয় ভাগের পরীক্ষায় থাকবে ইংরেজি ভাষা ও সাধারণ সচেতনতা। দ্বিতীয় ভাগের জন্যও থাকছে এক ঘন্টা সময়। এরপর তৃতীয় ভাগে থাকবে কম্পিউটার নলেজের উপর পরীক্ষা। যেখানে পনেরো মিনিটের সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

কমিশন জানিয়েছে, প্রথম পর্বের পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বের রি-রেজিস্ট্রেশনের জন্য সময় পাবেন। সেখানে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষার জন্য পনেরো মিনিট সময় বরাদ্দ করা হবে। সূত্রের খবর, মার্চে আয়োজিত হতে চলা সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন ৩,৮৬,৬৫২ জন পরীক্ষার্থী। পরীক্ষার আগে কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো হয়েছে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

FB Join

Home Breaking E - Paper Video Join