চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে, সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন করুন

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) দুর্গাপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- NITD/MME/AKM/CRG/2023/01
পদের নাম- Project Assistant-I
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে Metallurgical Engineering/ Metallurgical and Metarials Engineering/ Mechanical Engineering -এ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ সরকারি হাসপাতালে হেল্থ ওয়ার্কার নিয়োগ

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ৩১ মার্চ, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ arup.mandal@mme.nitgp.ac.in -এ ইমেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২০ মার্চ, ২০২৩

আরও পড়ুনঃ রাজ্যের পৌরসভায় নার্স পদে চাকরির সুযোগ

join Telegram

Official Notification: Download Now
Official Website: Click Here

Home Breaking E - Paper Video Join