চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

DA Issue: ডিএ আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসলেন রাজ্যপাল!

বকেয়া ডিএ এর দাবিতে অনশনে সামিল হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এই অনশন সম্প্রতি চতুর্থ সপ্তাহে পড়েছে। এ প্রসঙ্গে গতকাল ট্যুইট করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ট্যুইটে তিনি আন্দোলনকারীদের জানান, দ্রুত আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের রাস্তা বের করতে হবে।

এদিন রাজ্যপালের সাথে বৈঠকে বসেন রাজ্যের ডিএ আন্দোলনকারীরা। সূত্রের খবর, রবিবার বেলা ১১টা নাগাদ রাজভবনে পৌছে যান সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ সদস্য। রাজভবনে পনেরো মিনিটের মতো ছিলেন তাঁরা। এর মধ্যেই রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। আলোচনার পর তাঁরা জানান, ‘রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী। বৈঠকে রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন যে আন্দোলনকারীদের ডিএ সংক্রান্ত দাবি যথার্থ।’

চাকরির খবরঃ রাজ্যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

FB Join

এদিন আন্দোলনরত সরকারি কর্মচারীদের কথায়, রাজ্যপাল তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাথে রাজ্যপাল জানিয়েছেন, এই দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। প্রসঙ্গত, ডিএ আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্প্রতি আলোচনা করেন রাজ্যপাল। এরপর তিনি আন্দোলনকারীদের সমবেদনা জানিয়ে ট্যুইট করেন। আন্দোলনকারীদের অনশন ভাঙার আবেদন জানান তিনি। এদিকে, এদিন রাজ্যপালের সাথে আন্দোলনকারীদের বৈঠকের পর সরকারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ANM & GNM Book 2023

join Telegram

Home Breaking E - Paper Video Join