চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC Scam: নম্বরে বিস্তর কারচুপি! ৩৪৭৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন

এসএসসির (SSC) গ্রুপ- সি প্রার্থী নিয়োগে বিস্তর দুর্নীতির হদিশ আগেই মিলেছিল। এদিন প্রায় ৩৪৭৮ জন গ্রুপ সি প্রার্থীর তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে দেখা যাচ্ছে নম্বরের কারচুপি হয়েছে বিস্তর। শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর বেড়ে হয়েছে ৫৪ থেকে ৫৮।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে গ্রুপ সি প্রার্থীদের তালিকা। সেখানে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ৩,৪৭৮ জন প্রার্থীর মধ্যে নম্বর বেড়েছে ৩,৩৩০ জন প্রার্থীর! অন্যদিকে অযোগ্য প্রার্থীদের জায়গা দিতে নম্বর কমানো হয় ৮৬ জন গ্রুপ সি প্রার্থীর।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

join Telegram

ইতিমধ্যেই গ্রুপ সির অযোগ্য ৮৪২ জন প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের নামও। এই সকল প্রার্থীদের জন্য কি সিদ্ধান্ত হয় এখন সেটাই দেখার। প্রসঙ্গত, জানা যাচ্ছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বরখাস্ত হওয়া গ্রুপ সি প্রার্থীরা।

Download List: Click Here

ANM & GNM Book 2023

FB Join

Home Breaking E - Paper Video Join