চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

GATE 2023: প্রকাশ পেল GATE পরীক্ষার স্কোরকার্ড! চেক করবেন কিভাবে? জেনে নিন

গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার স্কোরকার্ড প্রকাশ করেছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (gate.iitk.ac.in) ওয়েবসাইটে গিয়ে স্কোরকার্ডের বিষয়ে জানতে পারবেন।

স্কোরকার্ড চেক করবেন কিভাবে?

১) ‘GATE’ পরীক্ষার স্কোরকার্ড দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার স্কোরকার্ড দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার স্কোরকার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে কর্মবন্ধু পদে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, ‘গেট’ পরীক্ষাটি দেশে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। চলতি বছরে ৪, ৫, ১১, ও ১২ ই ফেব্রুয়ারি ‘গেট’ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার প্রিলিমিনারি ‘অ্যানসার কি’ প্রকাশিত হয় ২১শে ফেব্রুয়ারি নাগাদ। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ‘গেট’ পরীক্ষার রেজাল্ট। আর এবার পরীক্ষার্থীরা নিজেদের স্কোরকার্ড চেক করতে পারবেন। এছাড়া পরীক্ষার বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

FB Join

Home Breaking E - Paper Video Join