চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC Recruitment: শিক্ষক নিয়োগে বদলে যাচ্ছে নিয়ম! ‘অ্যাকাডেমিক স্কোর’ বাতিলের সিদ্ধান্ত নিল এসএসসি!

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে জেরবার রাজ্য। নিয়োগের দাবিতে আন্দোলনরত রাজ্যের চাকরিপ্রার্থীরা। এহেন পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালো স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সম্প্রতি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রার্থী নিয়োগের ক্ষেত্রে এবার থেকে ‘অ্যাকাডেমিক স্কোর’ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রার্থীদের লিখিত পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক থেকে বিভিন্ন স্তরের অ্যাকাডেমিক স্কোর বিচার করতো স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে বেশ কিছু সমস্যা। যেমন, দশ বছর আগের পাশ করা প্রার্থীদের সাথে বর্তমানের স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণদের নম্বরে পার্থক্য রয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নম্বর প্রদানের ক্ষেত্রেও তফাত দেখা যায়। এই সকল কারণে এবার অ্যাকাডেমিক স্কোর তুলে দিয়ে কাউন্সেলিং (ইন্টারভিউ) পদ্ধতি ফেরানোর পথে স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়ায় ২০১৯-২০ সালে ইন্টারভিউ তুলে দিয়েছিল কমিশন। তবে সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে, এই কাউন্সেলিং প্রক্রিয়া ফেরত আনার জন্য সুপারিশ করা হয়েছে।

চাকরির খবরঃ CPRI -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, এবার থেকে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সমতা বজায় রাখা হবে। বর্তমানে নবম, দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। সেইমতো অ্যাকাডেমিক স্কোর তুলে দেওয়ার বিষয়ে রাজ্য শিক্ষা দফতরের কাছে সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

FB Join

Home Breaking E - Paper Video Join