চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC Recruitment: ১২ হাজার শূন্যপদে উচ্চ প্রাথমিকের নিয়োগে প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন!

উচ্চ প্রাথমিকের নিয়োগে রাজ্যে জটিলতা চলছে দীর্ঘদিন ধরেই। নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে অংশগ্রহণ করছেন চাকরিপ্রার্থীরা। এহেন বাতাবরণে এবার স্কুল সার্ভিস কমিশন জানালো, অতি শীঘ্রই নিয়োগ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উচ্চ প্রাথমিকে ১২ হাজার শূন্যপদে নিয়োগ দিতে প্রস্তুত এসএসসি।

এর আগে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। অভিযোগ ওঠে, দুই দফায় ইন্টারভিউ নেওয়া হলেও প্রকাশ হয়নি মেধা তালিকা। এছাড়া ৩০ শে সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা এখনও প্রকাশ হয়নি। যদিও সম্প্রতি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতির আবহে সতর্কতা অবলম্বন করতে গিয়েই বিলম্ব হয়েছে প্রক্রিয়ায়। তবে এবার এসএসসির তরফে বক্তব্য, চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে তৎপরতা গ্রহণ করা হচ্ছে।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

join Telegram

উচ্চ প্রাথমিকে প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, আদালত অনুমতি দিলে আগামী সপ্তাহেই প্রকাশ করা যাবে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা। আদালত সেই তালিকা জমা দিতে বললে তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। সম্ভবত এই মামলার পরবর্তী শুনানি পরের সপ্তাহে। মনে করা হচ্ছে, জটিলতা কাটিয়ে এবার উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

FB Join

Home Breaking E - Paper Video Join