চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBBSE: রাজ্যের প্রায় ২৩ হাজার শিক্ষককে শোকজের নোটিশ পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ! পড়ুন বিস্তারিত

১০ই মার্চ বকেয়া ডিএ এর দাবিতে ধর্মঘট ডাকে সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্মঘটের আগে রাজ্যের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, ওই দিন কোনো সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে তাঁদের সার্ভিস ব্রেক বা শোকজ করা হবে। আর এবার সংশ্লিষ্ট কারণে শোকজ করা হলো রাজ্যের প্রায় ২২ হাজার ৮৫৬ জন শিক্ষককে।

দশ মার্চের ধর্মঘটে রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা। এই সকল শিক্ষক, শিক্ষিকাদের উদ্দেশ্যেই এবার শোকজ নোটিশ পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর সাথে আগামী সাত দিনের মধ্যে জানাতে হবে তাঁদের অনুপস্থিতির কারণ। ধর্মঘটের পরেই অনুপস্থিতির তথ্য জানতে চাওয়া হয়েছিল ডিআইদের কাছ থেকে। সংশ্লিষ্ট দিনে বহু বিদ্যালয়ে অনুপস্থিতির সংখ্যা নজরে পড়ে। এই অনুপস্থিতদের তালিকা পাঠানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। এবার তার ভিত্তিতেই গৃহীত হলো পদক্ষেপ।

চাকরির খবরঃ ISRO -তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

FB Join

সূত্রের খবর, নদীর জেলায় শোকজ হওয়া শিক্ষক, শিক্ষিকাদেরদের সংখ্যা সবচেয়ে বেশি। এই জেলার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষককে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। এছাড়া অন্যান্য জেলাগুলির শোকজের সংখ্যাও নজরে পড়ার মতো। এদিকে, একসাথে এত সংখ্যক শিক্ষককে শোকজ করার ঘটনা কার্যত রাজ্যে এই প্রথম। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

join Telegram

Home Breaking E - Paper Video Join