চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS | আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হবে দুটি নতুন বিষয়! জানিয়ে দিল সংসদ

১৪ই মার্চ থেকে রাজ্যে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যের প্রায় ২৩৪৯ টি পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিকে বসেন ৮ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী। গত ২৭শে মার্চ সম্পন্ন হয়েছে পরীক্ষা। আর এবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে থাকবে দুটি নতুন বিষয়।

সংসদ সভাপতির কথায়, আগামী শিক্ষাবর্ষ থেকে ইআই মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সের মতো নতুন বিষয় দুটিকে উচ্চমাধ্যমিক স্তরে সংযোজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট বিষয় দুটিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একাদশ শ্রেণী থেকেই বিষয় দুটির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানোর চিন্তাভাবনা নিচ্ছে সংসদ।

HS Geography Question PDF 2023: Download Now

join Telegram

এদিন সংসদ সভাপতি জানিয়েছেন আগামী ১০ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল সংসদ। ফলে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপের মধ্যেই সম্পন্ন হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক। এ প্রসঙ্গে সংসদ সভাপতি জানান, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

FB Join

Home Breaking E - Paper Video Join