চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Primary TET: কবে দেওয়া হবে প্রাইমারি টেট পাশ সার্টিফিকেট? দিনক্ষণ জানালেন পর্ষদ সভাপতি!

রাজ্যে ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে জটিলতা অব্যাহত। মানিক ভট্টাচার্যের পর নতুন পর্ষদ সভাপতি হয়েছেন গৌতম পাল। এদিকে টেট পরীক্ষার ফলাফল প্রকাশ পেলেও টেট পাশ সার্টিফিকেট কবে পাবেন সে বিষয়ে বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

২০১৪ সালের প্রাইমারি টেটের শংসাপত্র সম্পর্কিত একটি মামলায় এদিন আদালতে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি। সূত্রের খবর, এদিনের মামলায় তিনি টেট পাশ সার্টিফিকেট প্রদানের দিনক্ষণ সম্পর্কে জানিয়ে দেন। পর্ষদ সভাপতি হাইকোর্টে জানিয়েছেন, আগামী ৩০শে এপ্রিলের মধ্যে প্রাথমিকের টেট পাশ সার্টিফিকেট প্রদান করা হবে। সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে ২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা টেট পাশ সার্টিফিকেট পেয়ে যাবেন বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

চাকরির খবরঃ IRCON -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, এদিনের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পালকে পরামর্শ দেন, “মানিক ভট্টাচার্যের ফেলে দেওয়া জুতোয় পা গলাবেন না”। এর সাথে বিচারপতি পর্ষদ সভাপতির উদ্দেশ্যে বলেন, “আমার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচের সময় অসুবিধা হয়না, কিন্তু টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই দেওয়া হয়”! এরপর পর্ষদ সভাপতি গৌতম পাল টেট পাশ সার্টিফিকেট প্রদানের প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখেন।

FB Join

Home Breaking E - Paper Video Join