পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)-এর তরফ থেকে ২০২২ সালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সাম্প্রতিক তার পরীক্ষার দিন ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন Sub-Overseer পদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছিল। পদপ্রার্থীদের উদ্দেশ্যে মিউনিসিপাল সার্ভিস কমিশন (MSC) সামনের মাসেই লিখিত পরীক্ষার দিন ঠিক করেছে।
Table of Contents
WBMSC Sub Overseer Exam Date
WBMSC Sub Overseer Syllabus
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন Sub-Overseer পদের জন্য লিখিত পরীক্ষার একটি নির্দিষ্ট সিলেবাস তৈরি করেছে।
১) জেনারেল নলেজ (ভারতের ইতিহাস ও ভারতের ভূগোল)
২) কারেন্ট অ্যাফেয়ার্স
৩) ইংরেজি
৪) বিজ্ঞান
৫) গণিত এবং
৬) রিজনিং
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ৭ টি চাকরি
WBMSC Sub Overseer Exam Pattern
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন Sub-Overseer পদের জন্য দুটি পদ্ধতিতে পরীক্ষাটি নেওয়ার ব্যবস্থা করেছে। যথা –
1) লিখিত পরীক্ষা (MCQ)
2) ইন্টারভিউ
লিখিত পরীক্ষা- Sub-Overseer পদের জন্য লিখিত পরীক্ষাটি হবে ২০০ নম্বরের, ১০০ টি MCQ প্রশ্নের সহযোগে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ২ ঘন্টা। এবং প্রত্যেক প্রশ্ন ভুলের জন্য অতিরিক্ত একটি নম্বর (1 mark) কাটা যাবে।
ইন্টারভিউ- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ (Personality Test) হবে কলকাতায়। পরীক্ষাটি পরীক্ষার্থীদের গুণগত মানের ওপর নির্ভর করে অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ হবে ৪০ নম্বরের। এবং সর্বশেষ মেধা তালিকা প্রকাশিত হবে পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের সম্মিলিত ফলাফলের উপর নির্ভর করে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে চাকরির সেরা সুযোগ
WBMSC Examination Rules
মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী ও বিধি নিষেধ জারি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার ক্ষেত্রে।
১) পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে আসতে হবে ও সঙ্গে ১ কপি ফটো।
২) পরীক্ষার্থীদের এডমিট কার্ডে ১ কপি ছবি লাগাতে হবে।
৩) পরীক্ষার্থীদের কালো কালির কলম আনা বাধ্যতামূলক।
৪) কোনরকম ইলেকট্রিক গেজেট, ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া নিষিদ্ধ।






