চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অভিনব স্বীকৃতি বাংলার! NASA -য় সন্মানিত বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহা!

বিশ্বের মঞ্চে বাংরবার নিজেদের ছাপ রেখেছেন বাঙালি বিজ্ঞানীরা। তাঁদের নজরকাড়া সাফল্যে বারবার মুখ উজ্জ্বল হয়েছে বাংলার। অতীতের সেই ধারা বহমান আজও। সম্প্রতি আরও একবার বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহার সাফল্যে অভিনব স্বীকৃতি এল বাংলায়।

মার্কিন গবেষণা সংস্থা (NASA)-য় পুরস্কৃত বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহা। নাসার তরফে এ বছর ‘এক্সেপশনাল সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট মেডেল’ পেয়েছেন তিনি। নাসার (NASA) তরফে এই প্রথম এমন পুরস্কার প্রাপ্তি বাঙালি বিজ্ঞানীর। ব্ল্যাক হোলের চৌম্বক মেরুর পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য এই সন্মান পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষায় এবার ‘ভিআর’ প্রযুক্তির প্রয়োগের উদ্যোগ রাজ্যে

প্রসঙ্গত, বিগত ১৯৬২ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে মার্কিন গবেষণা সংস্থা (NASA)। বহু বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বরা এই সন্মানে ভূষিত হয়েছিলেন। ইতিপূর্বে এই পুরস্কার পেয়েছেন রিকার্ডো গিয়াক্কোনি, মারিও মলিনা, জন ম্যাথার, জর্জ স্মুটের মতো নোবেলজয়ীরা। আর এবার বাংলার ঘরে এই সন্মান আসায় স্বাভাবিকভাবেই গর্বিত বাঙালি।

NASA

Home Breaking E - Paper Video Join