চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের! বাংলা সহ ১৩টি ভাষায় SSC’র MTS, CHSL পরীক্ষা!

বিরাট ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। মঙ্গলবার কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের দুটি বড়ো পরীক্ষার প্রশ্নপত্র এবার বাংলা সহ আরও তেরোটি আঞ্চলিক ভাষায় করা হবে। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ (MTS) ও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজামিনেশন (CHSL) পরীক্ষার ক্ষেত্রে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সংশ্লিষ্ট পরীক্ষাগুলিতে হিন্দি ও ইংরেজি ভাষায় প্রশ্ন করা হতো। তবে এবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, উড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি ও কোঙ্কনি ভাষায় MTS, ও CHSL পরীক্ষার প্রশ্ন করা হবে।

আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে রাজ্য কৃষি দপ্তর

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রের তরফে মন্তব্য, হিন্দি ও ইংরেজি ছাড়াও অন্যান্য আঞ্চলিক ভাষায় সংশ্লিষ্ট পরীক্ষা দুটির প্রশ্নপত্র তৈরির আবেদন এসেছিল বিভিন্ন রাজ্যের তরফে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আর পর্যালোচনার ভিত্তিতে এহেন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে CAPF নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতে হিন্দি, ইংরেজি সহ আরও তেরোটি আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত জানায় কেন্দ্র। আর এবার MTS, ও CHSL পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বহু পরীক্ষার্থী উপকৃত হবেন বলে ধারণা শিক্ষা মহলের।

SSC

Home Breaking E - Paper Video Join