চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বদলির নির্দেশ না মানলে কঠোর শাস্তি! জানিয়ে দিলেন বিশ্বজিৎ বসু

আদালতের নির্দেশ মেনে বদলির নতুন নিয়ম এনেছে রাজ্য সরকার। আগে উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে যে কোন জায়গায় বদলি নেওয়া যেত। কিন্তু এর দরুণ গ্রাম বাংলার বহু বিদ্যালয়ে শিক্ষক অভাব ভয়াবহ আকার নিয়েছে। এর আগে বদলি সংক্রান্ত বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার ফের এ প্রসঙ্গে মন্তব্য রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

ছাত্র শিক্ষক অনুপাত সঠিক রাখার জন্য নয়া নিয়ম আনা হয়েছে। রাজ্যের যে সমস্ত স্কুলে ছাত্র বেশি শিক্ষক কম, সেখানে যে কোনো শিক্ষককে বদলি করলেই তাঁকে যেতে হবে। আর এই বদলি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। এদিকে, নয়া নিয়মের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। নিজেদের অসুবিধার কথা জানিয়েছেন শিক্ষকেরা। তাই আদালত জানতে চেয়েছে রাজ্যের নিয়মে কোনো ত্রুটি রয়েছে কিনা।

আরও পড়ুনঃ এখনই বাতিল হচ্ছে না অযোগ্যদের চাকরি

এরপর বিচারপতি বসুর স্পষ্ট নির্দেশ, বদলি নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বদলির পর নতুন স্কুলে যোগ না দিলে তা সার্ভিস ব্রেক হিসেবে গণ্য করা হবে। এমনকি চাকরি বাতিল হতে পারে প্রার্থীর। এই মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যের অ্যাডভোকেড জেনারেলকে হাজির থাকার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বদলির নির্দেশ না মানলে কঠোর শাস্তি

Home Breaking E - Paper Video Join