চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

CBSE Result 2023: চলতি সপ্তাহে রেজাল্ট প্রকাশ করতে পারে CBSE

সিবিএসই (CBSE) দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে ২১শে মার্চ। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে ৫ই এপ্রিল নাগাদ। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য দেয়নি বোর্ড। এদিকে রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যে সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে সিবিএসই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

কিভাবে চেক করবেন রেজাল্ট?

১) CBSE বোর্ডের পড়ুয়ারা রেজাল্ট চেক করার জন্য (cbse.gov.in) ওয়েবসাইটে যাবেন।

২) এরপর দশম অথবা দ্বাদশ শ্রেণীর রেজাল্ট চেক করার লিঙ্কে ক্লিক করবেন।

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করবেন।

আরও পড়ুনঃ দশ দিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট

৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন।

৫) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১৫ই ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয় ২১শে মার্চ নাগাদ। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয় ৫ই এপ্রিল নাগাদ। দশম শ্রেণীর পরীক্ষাটি হয়েছিল মোট ৭৬টি বিষয়ের উপর। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল মোট ১১৫টি বিষয়ের উপরে। দশমের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২১,৮৬,৯৪০ জন। আর দ্বাদশের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬,৯৬,৭৭০ জন।

CBSE Result 2023

Home Breaking E - Paper Video Join