চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

CBSE Result 2023: অবশেষে প্রকাশিত CBSE দ্বাদশ শ্রেণীর ফলাফল! পাশের হারে এগিয়ে ছাত্রীরা

CBSE Result 2023: গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। চলে ৫ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শেষ হতে রেজাল্ট জানার অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। এর আগে জানা গিয়েছিল, মে মাসের মধ্যেই ফলপ্রকাশ করতে পারে সিবিএসই বোর্ড। চলতি সপ্তাহেই রেজাল্ট প্রকাশ পাবে এমনও ইঙ্গিত মিলেছিল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ মে শুক্রবার দ্বাদশ শ্রেণী ফলপ্রকাশ করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। (results.cbse.nic.in) এবং (cbseresult.nic.in) ওয়েবসাইট দুটির মাধ্যমে চেক করা যাবে রেজাল্ট।

CBSE Result 2023

চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন মোট ১৬ লক্ষ ৬০ হাজার ৫১১ জন পরীক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪ লক্ষ ৫০ হাজার ১৭৪ জন। এবছর মোট ৮৭.৩৩ শতাংশ পরীক্ষার্থী দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গতবছর পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ। যা এবছর কিছুটা হ্রাস পেয়েছে বলেই মনে করা হচ্ছে। এ বছর পাশের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রদের পাশের হার যেখানে ৮৪.৬৭ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশের হার ৯০.৬৮ শতাংশ। দ্বাদশের ফলপ্রকাশে র‍্যাঙ্ক ডিভিশনের কোনো প্রতিযোগিতা রাখেনি সিবিএসই। যার দরুণ শীর্ষ স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়নি। এলাকা ভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে তিরুবনন্তপুরম আর দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু।

আরও পড়ুনঃ CBSE Result Check 2023

চলতি বছরে প্রায় ১১৫টি বিষয়ের উপর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়েছিল সিবিএসই (CBSE)। বোর্ডের তরফে পড়ুয়াদের শিক্ষাগত মান বৃদ্ধির দিকে নজর দিতে বলা হয়েছে। ফলপ্রকাশের পর ছাত্রছাত্রীদের ট্যুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

join Telegram

Home Breaking E - Paper Video Join