চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

একাদশের পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত সংসদের! কোন নিয়মে বদল এল? জেনে নিন বিস্তারিত

গত ২৪ মে বুধবার ঘোষণা করা হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ওই দিন ফল ঘোষণার সময় একাদশের পরীক্ষা সম্পর্কিত নয়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই সিদ্ধান্তের ফলে সংসদের দায়িত্ব কিছুটা কমছে, দায়ভার বাড়তে চলেছে স্কুলগুলির। অনেকদিন ধরেই এ বিষয়ে ভাবনাচিন্তা করছিল সংসদ। অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হল।

ঠিক কী জানানো হয়েছে সংসদের তরফে? বুধবার সংসদ সভাপতি জানিয়েছেন, এবার থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা সম্পর্কিত যাবতীয় দায়িত্ব সামলাবে স্কুলগুলি। প্রশ্নপত্র তৈরি থেকে উত্তরপত্র মূল্যায়ন সব দায়িত্ব ন্যস্ত থাকবে বিদ্যালয়ের উপর। তবে মূল্যায়নের পর প্রত্যেকটি স্কুলকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে সংসদের ওয়েবসাইটে। একাদশ শ্রেণীর পরীক্ষা কী সিলেবাসের উপর হবে, তা সংসদের তরফে জানিয়ে দেওয়া হবে স্কুলগুলিকে।

আরও পড়ুনঃ বন্ধ হবে সমস্ত অনলাইন ক্লাস

সাধারণত ২০০৫-০৬ সালের পর থেকে একাদশের বাার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু ইদানিংকালে প্রশ্নফাঁস-সহ নানান অভিযোগ উঠতে থাকায় বিদ্যালয়ের উপর যাবতীয় দায়িত্ব ছাড়ল সংসদ। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্টে পাশের হার ৮৯.২৫ শতাংশ। সংসদের তরফে বক্তব্য, অতিমারি পর্ব কাটিয়ে এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া একপ্রকার চ্যালেঞ্জ ছিল।

একাদশের পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত সংসদের

Home Breaking E - Paper Video Join