চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (24 April, 2020)

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (24 April, 2020):
 
১) জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস- ২৪ এপ্রিল। ১৯৫৯ সালে প্রথম রাজস্থানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গৃহীত হয়, কিন্তু অন্ধপ্রদেশে প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল।
২) English Language Day- ২৩ এপ্রিল।
৩) কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক “VidyaDaan 2.0”- নামক e-learning প্ল্যাটফর্ম লঞ্চ করলো। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম- রমেশ পখ্রিয়াল নিষাঙ্ক।
৪) ‘Badminton World Federation’- এ “I am Badminton” ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পিভি সিন্ধু।
৫) সম্প্রতি “সুজলাং সুফলাং জল সঞ্চয় অভিযান”- চালু হলো গুজরাট রাজ্যে।
৬) ইরান প্রথম মিলিটারি স্যাটেলাইট প্রতিস্থাপন করলো, যার নাম “Noor”, এর অর্থ হলো Light বা আলো।
৭) “Global Press Freedom Index”- এর তালিকা অনুযায়ী ভারতের স্থান ১৪২ তম। প্রথম স্থানে নরওয়ে।
৮) Facebook ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে Reliance Jio কোম্পানির ৯.৯৯% শেয়ার কিনে নিল।
৯) সম্প্রতি শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল লেবানন।
 

Leave a Comment

Home Breaking E - Paper Video Join