চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ভুয়ো শিক্ষক ধরতে সক্রিয় শিক্ষা দফতর! তৈরি হল জেলা ভিত্তিক ডেটাবেস

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে জেরবার পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে মিলেছে ভুয়ো শিক্ষক-শিক্ষিকার খোঁজ। জালিয়াতি ও বেনিয়মের মাধ্যমে স্কুলে চাকরি পাওয়া প্রার্থীর সংখ্যা নেহাত কম নয়। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে কয়েক হাজার শিক্ষকের। তবে এখনও এই জালিয়াতির সমস্তটা প্রকাশ্যে আসেনি। এবার হাইকোর্টের নির্দেশে জেলাভিত্তিক সেন্ট্রাল ডেটাবেস তৈরি করল শিক্ষা দফতর।

রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত ভুয়ো শিক্ষকদের ধরতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শিক্ষা দফতর। তৈরি করা হয়েছে ডেটাবেস। এছাড়া রাজ্যের প্রত্যেক জেলা অনুযায়ী শিক্ষকদের নাম, তাঁদের সুপারিশ ও নিয়োগের মেমো নম্বর-সহ বিস্তারিত তালিকা প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, অন্যজনের সুপারিশের মেমো নম্বর কারচুপি করে নির্দ্বিধায় কাজ করছেন প্রার্থীরা। এহেন অভিযোগের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ দশম শ্রেণীর পাঠ্যবই থেকে বাতিল ‘পর্যায় সারণি’

পাশাপাশি, শিক্ষকরা বর্তমানে কোন স্কুলে কাজ করছেন শিক্ষা দফতরের তৈরি তালিকায় উল্লেখ থাকছে তারও। এছাড়া নতুন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে বেতন পাওয়া শিক্ষকদের ‘স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেমের’ তথ্যগুলি। সবমিলিয়ে ভুয়ো শিক্ষকদের ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

ভুয়ো শিক্ষক ধরতে সক্রিয় শিক্ষা দফতর

Home Breaking E - Paper Video Join