চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

করমন্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউট! বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং, বার্তা দিল প্রতিষ্ঠান

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত শয়ে শয়ে মানুষ। ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রিপোর্ট বলছে, সাম্প্রতিককালে এত বড় দুর্ঘটনা এর আগে দেখেনি ভারতবর্ষ। আর এবার সেই দুর্ঘটনাগ্রস্ত করমন্ডল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউট। প্রতিষ্ঠানের ডিরেক্টর সমাজমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

বাঁকুড়া জেলার পোয়াবাগানে অবস্থিত ‘উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং’। নিজস্ব উদ্ভাবনী উদ্যোগের কারণে দেশের মধ্যে পরিচিত এই প্রতিষ্ঠান। সম্প্রতি ইন্সটিটিউটের ডিরেক্টর শশাঙ্ক দত্ত জানিয়েছেন, যে সকল ছাত্রছাত্রীরা করমন্ডল দুর্ঘটনায় অনাথ হয়েছেন, তাঁরা যদি আগ্রহী হন, তবে তাঁদের সকলকে প্রায় বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ব্যবস্থা করে দেবে প্রতিষ্ঠান। আর এই সাহায্য কেবল বাঁকুড়া কিংবা পশ্চিমবঙ্গের জন্য নয়। বরং গোটা ভারতবর্ষের ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের জন্যই বার্তা দিয়েছে বাঁকুড়ার উন্নয়নী।

আরও পড়ুনঃ তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স

প্রসঙ্গত, করমন্ডল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌছতে নানান কর্মসূচি পালন করছে রাজ্য ও দেশের একাধিক প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত মানুষদের আতঙ্কের অধ্যায় কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউটের সিদ্ধান্তের প্রশংসা করছেন বিশেষজ্ঞরা।

করমন্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউট

Home Breaking E - Paper Video Join