চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

স্বপ্নের উড়ানে ময়নাগুড়ির সুরঞ্জনা, বার্ষিক ৪৫ লক্ষ টাকা স্কলারশিপ পেয়ে আমেরিকায় পাড়ি

শিলিগুড়ির ছোট্ট শহর ময়নাগুড়ি থেকে সুদূর আমেরিকায় গবেষণার জন্য ডাক পেলেন সুরঞ্জনা দাম। আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সুরঞ্জনা। এই জন্যে প্রতিবছর ৫৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হবে তাকে।

বর্তমানে সুরঞ্জনা কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ছাত্রী। আগামী পাঁচ বছর আমেরিকায় অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর গবেষণা করবে সে। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে গবেষণার জন্য আমেরিকা পাড়ি দেবে সুরঞ্জনা।

সুরঞ্জনা দাম

আরও পড়ুনঃ লাখ টাকার কোচিং নয়, নিজের পরিশ্রমে IAS অফিসার

ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় বাড়ি সুরঞ্জনার। বাবা সুখময় দাম পেশায় চিকিৎসক এবং মা সংযুক্তা সরকার শিক্ষকতা করেন। বরাবরের ভালো ছাত্রী হিসেবে পরিচিত সুরঞ্জনার এই কৃতিত্বে তার বাবা- মা সহ প্রতিবেশী, আত্মীয়রাও বেজায় খুশি। পাশাপাশি সুরঞ্জনা নিজেও আমেরিকা যাওয়া নিয়ে খুবই উচ্ছ্বসিত। সেই সঙ্গে, গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করার ইচ্ছা আছে বলেও জানায় সুরঞ্জনা।

Home Breaking E - Paper Video Join