চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির সুযোগ! পঞ্চায়েত ভোটের আগে বিরাট সিদ্ধান্ত সরকারের

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বিরাট সুখবর। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির সিদ্ধান্ত নিলো মমতা ব্যানার্জির সরকার। বেশ কয়েক বছর আগেই রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল চুক্তিতে নিযুক্ত Group- D কর্মীদের নির্দিষ্ট যোগ্যতামান থাকলে Group- C পদে উন্নীত করার সুযোগ দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী পদোন্নতির কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

প্রাথমিক ভাবে কৃষি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির কাজ শুরু করতে চলেছে রাজ্য। কৃষি দপ্তরে কমপক্ষে ৫ বছরের বেশি কর্মরত কর্মীরা এই পদোন্নতির জন্য বিবেচিত হবেন। তবে এই প্রোমোশনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে।

আরও পড়ুনঃ ভোটের আগেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের

কৃষি দপ্তরের তরফে রাজ্যের অর্থদপ্তরকে পাঠানো পদোন্নতির তালিকায় প্রায় ১ হাজারের বেশি চুক্তিতে নিযুক্ত Group-D কর্মীর নাম আছে। তবে অর্থদপ্তর কর্মীদের কর্মকাল, শূন্যপদ সংক্রান্ত আরও তথ্য চেয়ে পাঠিয়েছে। অর্থদপ্তর সুত্রে জানা গেছে, খুব শীঘ্রই পদোন্নতির প্রক্রিয়া চালু করা হবে। ফলে চুক্তিতে নিযুক্ত Group- D কর্মীদের একাংশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

চাকরির খবরঃ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ

তবে এর জন্য বসতে হবে পরীক্ষায় এবং সেই পরীক্ষায় পাশ করলে  মিলবে Group- C পদে উন্নীত হওয়ার সুযোগ। Group-C পদে উন্নীত হলে কর্মীদের বেতন বাড়বে, ভোটের আগে খুশির খবরই বটে।

join Telegram

Home Breaking E - Paper Video Join