কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার বিশেষ পরিকল্পনা করছে মোদী সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, নয়া পেনশন স্কিমে বদল আনার চিন্তা ভাবনা চলছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আওতাধীন কর্মরত প্রার্থীদের অবসর গ্রহণের আগে পাওয়া বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন বাবদ নির্দিষ্ট করতে পারে সরকার। অতি শীঘ্রই এ বিষয়ে সুখবর দিতে পারে কেন্দ্র।
বর্তমানে যে পেনশন স্কিম চলছে তা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। ন্যাশনাল পেনশন স্কিমের বিরোধিতায় সরব হয়েছে রাজ্যগুলি। অ-বিজেপি শাসিত রাজ্যগুলির পাশাপাশি বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যও আপত্তি জানিয়েছে কেন্দ্রের পেনশন স্কিম প্রসঙ্গে। অসন্তোষ রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেও। ইতিমধ্যে রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ড ও হিমাচল প্রদেশের মতো বেশ কিছু রাজ্যের সরকার পুরনো পেনশন স্কিম চালুর ঘোষণা করেছে। এহেন অশান্ত পরিস্থিতিতে মার্কেট ভিত্তিক পেনশন স্কিম নিয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। গত এপ্রিল মাসে গঠন করা হয়েছে কমিটিটি।
আরও পড়ুনঃ একলাফে ১৬ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের
এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, জাতীয় পেনশন স্কিমকে নতুন করে সাজানো হবে। যদিও এরপর সরকার তরফে স্পষ্ট জানানো হয়েছিল, ২০০৪ সালের ১ জানুয়ারির পর থেকে নিযুক্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফেরত আনার কোনো প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দুই উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পুরনো পেনশন স্কিমে কেন্দ্র ফিরবে না। তবে, নয়া পেনশন স্কিমে বদল আনা হতে পারে। প্রসঙ্গত, সামনে লোকসভা নির্বাচন। ধারণা করা হচ্ছে, সেই কথা মাথায় রেখে নতুন কোনো সিদ্ধান্ত আসতেই পারে কেন্দ্রীয় সরকারের তরফে। সেক্ষেত্রে পেনশন স্কিমে সংশোধনীর সম্ভাবনাও প্রবল। অতএব কেন্দ্রের নতুন সিদ্ধান্তে হয়তো খুব শীঘ্রই মুখে হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।






