চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ISRO -তে বিনামূল্যে প্রশিক্ষণ! কীভাবে আবেদন করবেন দেখে নিন

শিক্ষার্থীদের জন্য সুখবর। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO) থেকে প্রশিক্ষণ নেওয়ার স্বপ্ন থাকে ভারতের বহু পড়ুয়ার। কিন্তু সবসময় সুযোগ না মেলায় অগত্যা অন্য বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় তাঁদের। তবে এবার স্বল্পপূরণ হবে তাঁদের। সম্প্রতি ইসরোর তরফে একটি কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহী শিক্ষার্থী থেকে সাধারণ মানুষজন।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ISRO)-এর নতুন কর্মসূচিটির নাম স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম বা স্টার্ট। এটি একটি মহাকাশ বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী, যেখানে মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্কে প্রশিক্ষণ দেবেন ইসরোর বিজ্ঞানীরা। সোলার সিস্টেম এক্সপ্লোরেশন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি-সহ মহাবিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে। গোটা ট্রেনিংয়ের মেয়াদ তিন সপ্তাহ। প্রশিক্ষণ চলবে ইসরোর ই-ক্লাসরুম প্ল্যাটফর্মে। প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ধরে চলবে প্রশিক্ষণ। ইসরোর এই প্রশিক্ষণ কর্মসূচীতে কিভাবে অংশগ্রহণ করবেন, তা জানানো হল আজকের প্রতিবেদনে।

চাকরির খবরঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে

কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন? যে কোন বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা যদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান, তবে তাঁরা অনলাইনে ইসরোর ওয়েবসাইট মারফত নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। আবার, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান যারা ইতিমধ্যে এই প্রশিক্ষণ সংগঠিত করার জন্য নাম নথিভুক্ত করেছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, অ্যাপ্লায়েড ফিজিক্স, রেডিও ফিজিক্স, মেকানিক্যাল,কম্পিউটার সায়েন্স-সহ বেশ কিছু বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা যদি প্রশিক্ষণের পাঠগ্রহণে আগ্রহী হন, তবে তাঁরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই। ইতিমধ্যে প্রশিক্ষণে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৫ জুলাই, ২০২৩ পর্যন্ত।

আরও পড়ুনঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ

কোর্সের জন্য মানতে হবে কোন কোন শর্তাবলী? ইসরোর কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অন্ততপক্ষে ৭০ শতাংশ উপস্থিতির হার থাকতে হবে। নির্বাচিত পড়ুয়াদের এই প্রশিক্ষণের পরীক্ষায় অন্ততঃ ৫০ শতাংশ নম্বর পেতে হবে। কোর্সের সমস্ত শর্তাবলী পূরণ করে সঠিকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের ইসরোর তরফ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষেরাও মহাকাশ সম্পর্কিত বিষয়ে পাঠ অর্জনের জন্য এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে প্রশিক্ষণ

ইসরোয় বিনামূল্যে প্রশিক্ষণ শিবির

Home Breaking E - Paper Video Join