চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বড় সুখবর সরকারি কর্মীদের জন্য! জুলাইয়ের আগেই সিদ্ধান্ত জানাল সরকার

জুলাইতে মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ধারণা করা যাচ্ছে, জুলাইতে তিন থেকে চার শতাংশ ডিএ বাড়াতে পারে সরকার। সেই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। তবে এবার কেন্দ্রের আরেক সিদ্ধান্তে মুখে হাসি ফুটবে তাঁদের। ডিএ নয় বরং আরেক উপহার এল সরকারি কর্মীদের জন্য।

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কর্মীদের ছুটি সম্পর্কিত নতুন নীতি নিয়ে এসেছে। সেই নীতি অনুসারে বেশ কিছু শর্ত ধার্য হলেও প্রায় একগুচ্ছ ছুটি বেড়েছে সরকারি কর্মীদের। সরকার ঘোষণা করেছে, নতুন ছুটি নীতির অধীনে কোনো সরকারি কর্মী ৪২ দিনের বিশেষ ছুটি পাবেন। কেন্দ্রের পলিসিতে উল্লেখ করা হয়েছে, একজন সরকারি কর্মচারী যদি তাঁর শরীরের কোনোও অঙ্গ দান করেন তবে তা একটি বড় অস্ত্রোপচার হিসেবে চিহ্নিত হবে। সেক্ষেত্রে তাঁর সুস্থতার জন্য ৪২ দিনের বিশেষ ছুটি দেওয়া হবে। সম্প্রতি ডিওপিটির তরফে অফিসিয়াল স্মারকলিপিতে এই তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জুলাই মাসে ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ছুটি সংক্রান্ত নতুন পলিসি কার্যকর হয়েছে গত এপ্রিল মাস থেকে। সাধারণত, একজন সরকারি কর্মী বছরে ৩০টি ছুটি পান। তবে অঙ্গদান হেতু কোনোও কর্মীকে সর্বোচ্চ ৪২ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে, এই ছুটি পাবেন কেবল CCS নিয়মের অধীনে থাকা সমস্ত কর্মীরা। রেল কর্মী ও অল ইন্ডিয়া সার্ভিসের কর্মীরা এই সুবিধা পাবেন না। কেন্দ্রের নয়া এই সিদ্ধান্তে খুশির সরকারি কর্মীরা।

বড় সুখবর সরকারি কর্মীদের জন্য

Home Breaking E - Paper Video Join