চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Police Recruitment: লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশিত! কবে পরীক্ষা? জেনে নিন

পশ্চিমবঙ্গ পুলিশের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, ওয়ার্ডার-সহ বিভিন্ন ক্ষেত্রের নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে। কিছুদিন আগেই লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। গত মে মাস পর্যন্ত আবেদন জানাতে পেরেছিলেন প্রার্থীরা। সম্প্রতি লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) থেকে পরীক্ষার তারিখ জানতে পারবেন।

লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩ (10.09.2023) তারিখে লেডি কনস্টেবল নিয়োগের লিখিত প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হবে। উক্ত দিনে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ উপস্থিত থাকতে হবে প্রার্থীদের। এখনও পর্যন্ত ১০ সেপ্টেম্বর তারিখটিকে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। প্রয়োজনে তারিখ পরিবর্তনও হতে পারে। সেক্ষেত্রে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে অবশ্যই জানিয়ে দেবে।

wbp lady constable guide book 2023

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ শুরু শীঘ্রই

২০২৩ সালের লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানিয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। এই সকল প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের নির্বাচন করবে বোর্ড। মোট পাঁচটি ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদের নিয়োগ সম্পূর্ণ হবে। সেগুলি হল, ১) প্রিলিমিনারি পরীক্ষা ২) ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট ৩) ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ৪) চূড়ান্ত লিখিত পরীক্ষা ৫) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। ইতিমধ্যে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। তিনটি বিষয় মিলিয়ে মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় বসবেন প্রার্থীরা। সবকটি ধাপ অতিক্রম করতে পারলে লেডি কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।

লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

Home Breaking E - Paper Video Join