চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার! পুজোর আগেই খুশির খবর পাবেন সরকারি কর্মীরা

মহার্ঘ ভাতা বৃদ্ধির আশায় দিন গুনছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে কেন্দ্রের ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁরা। মহার্ঘ ভাতার সর্বশেষ সংশোধন অনুসারে বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা। তবে বছরের দ্বিতীয় সংশোধনে মহার্ঘ ভাতার হার যে বাড়বে তা নিয়ে সামনে এসেছে একাধিক রিপোর্ট। প্রাথমিকভাবে সেই সকল রিপোর্টে দাবি করা হচ্ছিল অন্তত চার শতাংশ ডিএ বাড়াবে কেন্দ্র। তবে সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে, বর্ধিত ডিএ-এর হার হতে পারে তিন শতাংশ।

বর্তমানের ৪২ শতাংশ ডিএ-এর উপর বাড়তি তিন শতাংশ বাড়লে মহার্ঘ ভাতার হার দাঁড়াবে ৪৫ শতাংশে। যার দরুণ বেশ খানিকটা বেতন বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের। শুধু তাই নয়, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগীদের ডিআর-ও বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। মহার্ঘ ভাতা বাড়বে জুলাই মাসের সাপেক্ষে। চলতি অগাস্টে এ বিষয়ে মুখ খুলতে পারে কেন্দ্র। আশা করা যাচ্ছে, পুজোর আগেই পকেট ভরার সুখবর পাবেন সরকারি কর্মীরা।

আরও পড়ুনঃ রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাড়লো

সরকার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও বাজার দরের দিকে নজর রেখে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। বছরে দুবার করে বাড়ানো হয় ডিএ। জানুয়ারির ডিএ সংশোধন প্রকাশ পেয়েছে। এবার জুলাইয়ের ঘোষণার চেয়ে সরকারি কর্মীরা। দেশে মূল্যবৃদ্ধি ও বাজার দর যে হারে বাড়ছে তাতে কেন্দ্রের ডিএ বৃদ্ধির ঘোষণা কিছুটা স্বস্তি দেবে। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে কর্মীদের জন্য উপহার রাখছে সরকার। খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র।

মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার

Home Breaking E - Paper Video Join