চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, কিভাবে আবেদন করবেন দেখুন

পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে এই পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। 

পদের নাম- সাইবারক্রাইম কনসালটেন্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল)

মোট শূন্যপদ- ৮ টি।

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 35 হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা- B.E/ B.Tech/ MCA or equivalent degree. (এই ক্ষেত্রে কোনরুপ অভিজ্ঞতা লাগবে না)
অথবা BCA/ B.Sc. with at least 3 years of post qualification work experience.
আবেদন পদ্ধতি- আবেদন করতে  নির্দিষ্ট ফরম্যাটে। পাসপোর্ট সাইজের ফটো, স্ক্যান করা সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/ মার্কশিট, মাধ্যমিকের এডমিট কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ইত্যাদি ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পরে সব একসঙ্গে স্ক্যান করে মেইল করতে হবে।

আবেদনপত্র পাঠানোর মেইল আইডি- igpnbr-slg@policewb.gov.in অথবা cybercrimenbr@gmail.com
 
আবেদনের শেষ তারিখ- 6 মার্চ 2020.
আবেদনপত্র ডাউনলোড করুন-
 

Leave a Comment

Home Breaking E - Paper Video Join