চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

উচ্চ প্রাথমিকের চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন! একনজরে দেখে নিন কোথায়, কত চাকরি

অবশেষে অপেক্ষার অবসান। আপার প্রাইমারি রিক্রুটমেন্টের চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ্যে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই তালিকা। সংশ্লিষ্ট তালিকায় রয়েছে শিক্ষার মাধ্যম, বিভিন্ন বিষয় ও ক্যাটেগরি লিস্ট। এই তালিকার ভিত্তিতে স্কুলে স্কুলে চাকরি পাবেন প্রার্থীরা। ফলে এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল চাকরিপ্রার্থী
দের কাজে।

চূড়ান্ত শূন্যপদের তালিকা চেক করবেন কিভাবে

  • তালিকা দেখার জন্য প্রার্থীদের প্রথমে এসএসসি -এর ওয়েবসাইটে (www.westbengalssc.com/sscorg/wbssc/home)-এ যেতে হবে।
  • এরপর হোমপেজে অবস্থিত নোটিশ সেকশনে ফাইনাল ভ্যাকেন্সির তালিকার লিঙ্কটি দেখতে পাবেন।
  • লিঙ্কে ক্লিক করলে একটি পিডিএফ ওপেন হবে। সেখানেই চূড়ান্ত শূন্যপদ, মাধ্যম ও ক্যাটেগরি সবটা দেখতে পাবেন।

আরও পড়ুনঃ পুজোর আগে নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিল সরকার

প্রসঙ্গত, দীর্ঘ জটিলতা কাটিয়ে কিছুদিন আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে আপার প্রাইমারির নিয়োগ নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের উপর। আদালত থেকে সবুজ সংকেত মিললেই নিয়োগ শুরু করবে এসএসসি।

উচ্চ প্রাথমিকের চূড়ান্ত শূন্যপদের তালিকা

Home Breaking E - Paper Video Join