চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পদোন্নতির সুযোগ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, বাড়বে বেতন! নির্দেশিকা জারি করল অর্থদপ্তর

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য এল দারুণ খুশির খবর। সরকারের সিদ্ধান্ত অনুসারে পদন্নোতির সুযোগ বাড়ছে তাঁদের। অনেকদিন ধরেই প্রমোশন আটকে ছিল সরকারি কর্মীদের। তবে এবার জটিলতা কাটিয়ে নয়া সিদ্ধান্ত গ্রহণের পথে রাজ্য। সূত্রের খবর, গত ৩১ মে রাজ্য সরকারি কর্মীদের নিয়ে কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করার জন্য সম্প্রতি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর।

সূত্রের খবর, এর আগের একটি খবর অনুসারে নবান্ন সভাঘরের সভায় তিনশোর বেশি পদ সৃষ্টি হবে বলে জানা গিয়েছিল। এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়। যেমন, সেকশন অফিসার থেকে যুগ্ম সচিব পর্যন্ত ১৩০ থেকে ১০ টি পদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত এতদিন পদোন্নতি হত যুগ্মসচিব পদটি পর্যন্ত। কিন্তু এবার থেকে আরও অতিরিক্ত দশটি পদে পদোন্নতির সুযোগ থাকছে। শুধু তাই নয়, পিএইচই, পূর্ত, সেচ ও জলসম্পদ দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্যও অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, ইঞ্জিনিয়ার-ইন-চিফ থেকে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পর্যায় মোট ১৬০ টি পদ সৃষ্টি করছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ রাজ্যের

এর পাশাপাশি রাজ্য সরকার সরকারি কর্মীদের বেতন হার বৃদ্ধি সংক্রান্ত কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের পরিবর্তন এসেছে। এর ফলে যে সমস্ত সরকারি কর্মীরা নির্দিষ্ট বছর কাজের পরেও প্রমোশন পান না তাঁরা বর্ধিত বেতন হারের অন্তর্ভুক্ত হবেন। সব মিলিয়ে পুজোর আগেই একগুচ্ছ উপহার সাজিয়েছে রাজ্য সরকার। এহেন খবরে মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের।

রাজ্য সরকারি কর্মী

Home Breaking E - Paper Video Join