চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

আমূল বদলে যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস! এবার থেকে নতুন সিলেবাসে পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা

মাধ্যমিক পরীক্ষার সিলেবাস বদলাতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তবে এবার পরিকল্পনার বাস্তবায়নের জন্য গৃহীত হতে চলেছে পদক্ষেপ। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে একধাপ এগিয়েছে শিক্ষা দফতর। নয়া সিলেবাস তৈরি করার জন্য গঠন করা হয়েছে সিলেবাস কমিটি। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করে নতুন সিলেবাস কমিটি গঠন করেছে শিক্ষা দফতর। আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার সিলেবাস আমূল বদলে যেতে চলেছে।

সূত্রের খবর, পরের বছর যথা ২০২৪ সালে পুরনো সিলেবাসেই পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। কিন্তু তার পরের বছর ২০২৫ সাল থেকে কার্যকর হবে নতুন সিলেবাস। আর তারই তোড়জোড় শুরু হল এবার। ২০২৫ সালের মাধ্যমিক সিলেবাস তৈরির কাজ এখন থেকেই শুরু করে দিল শিক্ষা দফতর। কমিটি গঠন করে দ্রুত কাজটি সারার ব্যবস্থা হয়েছে। তবে সিলেবাস কমিটিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। যেমন, কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুসারে সিলেবাস কমিটিকে বিষয়গত ভাবে ভাগ করা হয়েছে। প্রতিটি বিষয়ের জন্য রাখা হয়েছে একজন করে মেন্টর ও কয়েক জন সহযোগী সদস্য। বিষয় ভিত্তিক মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন নামকরা কলেজগুলির অধ্যাপকেরা।

মাধ্যমিকের সিলেবাস

আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট নির্দেশ শিক্ষামন্ত্রীর

এর আগে সিলেবাস কমিটির চেয়ারম্যান ছিলেন অভীক মজুমদার। গত মার্চ মাসে সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দেন তিনি। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পরে জলঘোলাও হয়। নয়া সিলেবাস কমিটিতে অভীক মজুমদারকে উপদেষ্টা পদে রাখার জন্য বিবেচনা করা হচ্ছে। এদিকে, মাধ্যমিকের নয়া সিলেবাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংষ্কার করতে চলেছে রাজ্য। শিক্ষা দফতর সূত্রে দাবি, এই নতুন পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনেক বেশি সমৃদ্ধ হবে। আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই কাজ শেষ করে ছাত্রছাত্রীদের বিস্তারিত তথ্য দেবে রাজ্য শিক্ষা দফতর।

মাধ্যমিকের সিলেবাস

Home Breaking E - Paper Video Join