চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

H.S Practical Exam 2024: উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যালে এই নিয়মগুলি না মানলে বাতিল হবে পরীক্ষা! নয়া নির্দেশিকা জারি করল সংসদ

Exam Bangla

H.S Practical Exam 2024: এগিয়ে এসেছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S)। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক। প্রতি বছর লিখিত পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি সেই প্র্যাকটিক্যালের দিনক্ষণ ঘোষণা করেছে সংসদ। এর সঙ্গে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। সংসদ প্রকাশিত এই নিয়ম গুলি অবশ্যই মানতে হবে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়োজিত হবে আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। অন্যান্য বছরের মতো এবছরেও সমস্ত বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নিজেদের স্কুলে থেকেই দিতে পারবেন পরীক্ষার্থীরা। প্র্যাকটিক্যাল পরীক্ষার কোয়েশ্চেন পেপার ও ব্ল্যাঙ্ক অ্যানসার শিট ২৯ নভেম্বর থেকে সংগ্রহ করতে পারবে স্কুল গুলি। পরীক্ষা পরিচালনার দায়িত্বভার থেকে খাতা মূল্যায়ন সমস্ত দায়িত্ব থাকছে স্কুলের উপরেই। যদি কোনো কারণে স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব থাকে, তবে পাশ্ববর্তী স্কুলের শিক্ষক-শিক্ষিকার সাহায্য নেওয়া যাবে বলে জানিয়েছে সংসদ।

মাধ্যমিক পাশে পাবেন ৭৫ হাজার টাকার স্কলারশিপ

আরও পড়ুনঃ আমূল বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র! নতুন প্রশ্ন কেমন হবে, জেনে নিন এক্ষুনি

উচ্চমাধ্যমিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট পিছু একটা বড় অংশের নম্বর যুক্ত থাকে। ফলে এই পরীক্ষা সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ। সংসদ জানিয়েছে, স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বরের কোনো হার্ড কপি সংসদে পাঠাতে হবেনা। নম্বর জমা দিতে হবে অনলাইনে সরাসরি সংসদের ওয়েবসাইটে। তবে খেয়াল রাখতে হবে নম্বর আপলোডের সময় বেশ কিছু সাবধানতা মানতে হবে। পাশাপাশি, যাঁরা আগেই পরীক্ষা পাশ করেছেন, তাঁদের নতুন করে পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছে সংসদ। প্রতিটি বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষায় নির্ধারিত তারিখ মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে ছাত্র ছাত্রীদের। পরীক্ষার দিনগুলিতে নিয়ম না মানলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। পরীক্ষা সংক্রান্ত নিয়মগুলি সংসদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন।

join Telegram

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join