চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

নতুন বছরে সরকারি কর্মীদের বেতন বাড়ছে ৮ হাজার টাকা! রাজ্য সরকারের সিদ্ধান্তে ‘ক্রিসমাস গিফট’ পেলেন কর্মীরা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ‘ক্রিসমাস গিফট’ দিল রাজ্য সরকার। নতুন বছরের শুরু থেকেই একলাফে বেতন বাড়ছে কর্মীদের। বর্ধিত বেতন পৌছতে পারে আট হাজার টাকায়। সম্প্রতি এমন একটি পরিসংখ্যান সামনে আসছে। দিন কয়েক আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। নয়া সিদ্ধান্ত অনুসারে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়। আগের ছয় শতাংশ ডিএ-এর সঙ্গে আরও চার শতাংশ ডিএ যুক্ত হতে মোট দশ শতাংশ মহার্ঘ ভাতা লাগু হল কর্মীদের। আর এই বর্ধিত ডিএ কার্যকর হতে বেশ কিছুটা বেতন বাড়লো সবার।

সরকারি কর্মীদের বেসিক পে-এর উপর নির্ভর করে‌ ডিএ বাবদ তাঁদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। পরিসংখ্যান বলছে, বিডিও-দের বেসিক পে শুরু হয় ৫৬ হাজার টাকা থেকে। বর্তমানে তাঁদের ঘরে ঢুকবে অতিরিক্ত ২২৪৪ টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্তদের বেসিক পে ২৩ হাজার টাকার কাছাকাছি। তাঁদের পকেটে অতিরিক্ত ৯২০ টাকা আসতে চলেছে নতুন বছরে। ব্লক বিভাগে কর্মরত এক্সটেনশন অফিসারদের বেসিক পে ২৯ থেকে ৩২ হাজারের কাছাকাছি। নতুন বছরে তাঁদের পকেটে আসবে আরও ১২৮০ টাকা।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘কর্মদিশা’

সরকারি কর্মীদের বেতন বাড়ছে ৮ হাজার টাকা

অন্যদিকে, গ্রুপ ডি কর্মীদের মধ্যে কয়েক ক্ষেত্রের বেসিক পে যেমন ১৭ হাজার টাকা, অনেকের আবার বেসিক বেতন ৩০ হাজার টাকা। পশ্চিমবঙ্গ সরকার বছর শেষে ডিএ বাড়ানোয় তাঁদের বেতন বাড়বে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা। আবার, যে সমস্ত রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী, তাঁদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেসিক পে হলো ২ লক্ষ টাকা। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, বর্ধিত ডিএ কার্যকর হওয়ার পর তাঁদের পকেটে আসবে অতিরিক্ত প্রায় আট হাজার টাকা। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি রাজ্যের সরকারি কর্মীরা। নতুন বছরের শুরু থেকে মুখে হাসির সঙ্গে পকেট ভরবে তাঁদের।

সরকারি কর্মীদের বেতন বাড়ছে ৮ হাজার টাকা

Home Breaking E - Paper Video Join