চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Madhyamik Textbook QR Code: মাধ্যমিক স্তরের পাঠ্যবইতে এবার QR Code! স্ক্যান করলেই শুরু হবে অনলাইন ক্লাস

মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যবই হাতে পেয়েছেন রাজ্যের স্কুল পড়ুয়ারা। পাঠ্যবইতে নতুন বৈশিষ্ট্য যুক্ত করে পড়ুয়াদের হাতে তুলে দিয়েছে পর্ষদ। বইয়ের সাজসজ্জায় যেমন পরিবর্তন আনা হয়েছে, তেমনই প্রতিটি অধ্যায়ে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নবম – দশম শ্রেণীর পড়ুয়ারা এবার ঘরে বসে ক্লাস করার সুযোগ পাবেন বলে জানিয়েছে পর্ষদ। কোনো বিষয়ের কোনো অধ্যায়ে যদি অসুবিধা থাকে, তবে ঘরে বসেই মিলবে তার সমাধান।

সাধারণত নবম-দশম শ্রেণীর পড়ুয়াদের সরকারের তরফে চারটি পাঠ্যবই দেওয়া হয়। বাংলার দুটি বই, সঙ্গে অঙ্ক ও ইংরেজি। চলতি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যে সরকারি বইগুলি হাতে পেয়েছেন, তার প্রতিটি অধ্যায়ের শুরুতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কিউআর কোড (QR Code)। শিক্ষার্থীরা নিজেদের মোবাইলে যদি এই কিউআর কোড (QR Code) স্ক্যান করেন, তবে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন। পর্ষদের অনলাইন পোর্টালে পাঠ্যক্রমের প্রতিটি অধ্যায়ের টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে। পড়ুয়ারা ঘরে বসে বাংলা, ইংরেজির যে কোনও অধ্যায় বুঝতে পারবেন, অঙ্কের জটিল সমস্যার সমাধান পাবেন। শুধু যে অধ্যায়ের শুরুতেই কিউআর রয়েছে তা নয়, বেশ কিছু জটিল অংকের সমাধানের জন্য চ্যাপ্টারের মাঝে মাঝে কিউআর কোড রেখেছে পর্ষদ। যদি কোনো কারণে পড়ুয়ারা স্কুলের ক্লাস মিস করেন অথবা পড়তে বসে অসুবিধেয় পড়েন তবে পর্ষদের এই পদক্ষেপে বিশেষ উপকার পাবেন বলে ধারণা করা যাচ্ছে।

মাধ্যমিক স্তরের পাঠ্যবইতে এবার QR Code

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েতের ৭ হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু

সাধারণত পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী রয়েছেন যাঁরা স্কুলের পড়াশোনার উপর নির্ভরশীল। এদিকে, গ্রীষ্মাবকাশ সহ সারা বছরব্যাপী নানান ছুটির কারণে স্কুলের পঠনপাঠন ব্যহত হয়। সেই কারণে পরীক্ষার মুখে সিলেবাস কমপ্লিট না হওয়ায় বেশ সমস্যায় পড়েন পড়ুয়ারা। পর্ষদের নির্দেশ থাকলেও অধিকাংশ বিদ্যালয়েই অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস কমপ্লিট করা হয় না। এদিকে, নবম, দশম শ্রেণী মানেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি। আর সেই প্রস্তুতিতে সমস্যা মানে পড়ুয়াদের ভবিষ্যতের উপর প্রভাব। তাই সবদিক চিন্তা করে অনলাইন প্ল্যাটফর্মে টিউটোরিয়াল ভিডিয়ো আপলোড করে পড়ুয়াদের হাতে তুলে দিল পর্ষদ। যাতে যখন যেমন ভাবে প্রয়োজন ছাত্রছাত্রীরা সেখান থেকে সাহায্য পেতে পারেন।

প্রসঙ্গত, পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার দিনদিন বাড়াচ্ছে রাজ্য সরকার। পাঠ্যবইতে অনলাইন ক্লাস গাইড ছাড়াও চলতি বছরের মাধ্যমিক প্রশ্নপত্রে কিউআর কোড রাখা হয়েছে। এতে প্রশ্নফাঁস রুখবে বলেই পর্ষদের আশ্বাস। এদিকে, দোড়গোড়ায় মাধ্যমিক পরীক্ষা। জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। ফেব্রুয়ারির ২ থেকে ১২ তারিখ রাজ্য জুড়ে আয়োজিত হবে মাধ্যমিক। চলতি বছরের মাধ্যমিক যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এখন সেটাই উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য সরকারের।

মাধ্যমিক স্তরের পাঠ্যবইতে এবার QR Code

Home Breaking E - Paper Video Join