চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের শেষে সরাসরি চাকরিতে নিয়োগ

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের শেষে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে। যেকোনো বেকার ছেলে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ।

কেন্দ্রীয় সরকারের সরকারের নিজস্ব ক্যাম্পাসে আবাসিক ট্রেনিং এর সুযোগ দেওয়া হচ্ছে। 
প্রশিক্ষণের সময়সীমা- 12 মাস।
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। থাকা খাওয়া ফ্রি এবং প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিয়োগ। এই প্রশিক্ষণে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা- নিম্নলিখিত এই কয়েকটি জেলা থেকে আবেদন করা যাবে। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি ও বীরভূম।
এই কয়েকটি জেলার তফসিলি জাতি (SC) এবং সংখ্যালঘু তরুণরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। মহিলাদের জন্য কোন রূপ জাতিগত যোগ্যতা লাগবে না অর্থাৎ যে কোন কাস্টে (GEN, OBC, SC, ST)- র মহিলারা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
 
প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা- MSME– TOOL ROOM KOLKATA, Bon Hooghly Industrial Area, Kolkata – 700 108.
 
আগ্রহী প্রার্থীরা 5 নভেম্বর 2019 তারিখের মধ্যে অভিভাবক এবং সমস্ত ডকুমেন্ট সহ উপস্থিত হতে হবে।
*পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন কোম্পানিতে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
 

আবেদনে আগ্রহী হয়ে থাকলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করে বিশদে জানতে পারেন- 8017085253, 7890008447, 9733183118.

Leave a Comment

Home Breaking E - Paper Video Join